কতগুলো Information বা তথ্য থেকে সংবাদ লিখনঃ
নিচের তথ্যগুলোর দিকে নজর দেই......
o আজ ভোরে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
o ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিলেন
o ১০ জন নিহত ও ৩০ জন আহত
o বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল
o দুর্ঘটনা স্থল নাটরের বনগ্রাম
এবার এই তথ্যগুলো থেকে আমরা একটি নিউজ লিখবো।
সংবাদ লেখার ক্ষেত্রে তিনটি ব্যাপারে খেয়াল রাখা প্রয়োজন:
১। স্পষ্টতা(Clarity)
২।স্টাইল(Style)
৩। যথার্থতা(Accuracy)
· ভালো লিখতে হলে মিতব্যয়ী হোন।
· যা নতুন কিছু নয়,কিংবা যা রীতিসিদ্ধ ,তেমন কিছু এড়িয়ে চলুন।
· অপ্রয়োজনীয় বিস্তারিত পরিহার করুন।
· সুনিশ্চিত বিষয় বর্ণনা করুন ।
· দুর্বল ও অপ্রত্যক্ষ বাক্য আপনার নিউজের মান কমিয়ে দেবে।
অহেতুক অতিরিক্তঃ
নিচের দাগ দেয়া শব্দগুলো অযথাই লেখা হয়েছে। যেমন প্রথমটিতে দুটি ভবন মানেই তো আলাদা আলাদা। তাই আর অতিরিক্ত করে পৃথক লেখার দরকার নেই। তেমনিভাবে বিশেষজ্ঞ মানেই প্রশিক্ষিত ।
১। দু’টি পৃথক ভবন তৈরির সিদ্ধান্ত হয়েছে।
২। প্রশিক্ষিত বিশেষজ্ঞরা সহায়তা দিচ্ছেন।
৩।তিনি তার নতুন আবিষ্কার সম্পর্কে জানান ।
৪। তারা উভয়েই এ বিষয়ে সম্মত হয়েছেন।
৫। টুইন-টাওয়ার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
৬। সাধারন জনতা এগিয়ে এলে বিষয়টির সুরাহা হয়।
৭। ঈদ উপলক্ষে বেশ কিছু পণ্যের সাথে ফ্রি গিফট দেয়া হচ্ছে।
৮। সামরিক শাসন অবসানের পরও বাংলাদেশে দুর্নীতি অব্যাহতভাবে চলতে থাকে।
৯। রিয়াদ গ্রেফতার হওয়ার গুজবটি (খবরটি) যাচাই করা সম্ভব হয় নি।
১০। সীমান্ত সন্ত্রাস দমনে ভারত-বাংলাদেশ পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
১১। পূর্বপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ খেলতে ব্যর্থ হয়েছে।
১২। তারা সম্ভাব্য প্রস্তাবনাগুলো নিয়ে বিতর্ক করেছিলেন।
১৩। বিস্ফোরণের পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
১৪। অতীত ইতিহাস থেকে আমরা জানতে পারি……………………
১৫। ঘটনার শেষ পরিণতি দেখার জন্যে আমরা অপেক্ষা করছি।
গ্রন্থ ঋণ;
১। সাংবাদিকতা দ্বিতীয় পাঠ- আর রাজী
২। সাংবাদিকতা নীতি শৈলী ও শৈথিল্য- ড. সুধাংশু শেখর রায়
লেখকঃ গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। যুক্ত আছেন দেশের একটি প্রথম সারির দৈনিকের সাথে। এছাড়া সাংবাদিকতার একাডেমিক কাজের সাথে।